জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি সরকার। রবিবার আগরতলার 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এক সাফাই অভিযান, কর্মসূচি পালন করা হয় এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেও বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়ে পালন করেন।এই দিনের স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অলক ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর রত্না দত্ত এবং মন্ডল পেসিডেন্ট সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এই অভিযানটি 20 নম্বর ওয়ার্ডের সামনে থেকে শুরু করে পুরো শহর ঘুরে শকুন্তলার রোডে এসে শেষ হয়। এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অলক ভট্টাচার্যী জানান এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় প্রচুর কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রতিটি কার্যক্রম সেবা ও সমর্থিত অভিযান কর্মসূচির অংশবিশেষ বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।