Site icon janatar kalam

অভিষেক ব্যানার্জীর পদযাত্রা নিষেধ করলো রাজ্য পুলিশ প্রশাসন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সফরের আগে এটাই এখন ত্রিপুরায় দলের ক্যাচলাইন। আগামী ১৫ সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জীর পদযাত্রা নিষেধ করলো রাজ্য পুলিশ প্রশাসন।এদিন শহরে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।একথা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।কুণালের যুক্তি শাসক দল বিজেপি ভয় পেয়ে পদযাত্রা নিষেধ করে দিয়েছে। পুলিশ সঠিক মত তৃণমূল কংগ্রেসকে ব্যাখ্যা দিতে চাইছে না অভিষেক ব্যানার্জীর পদযাত্রা নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের যে পরিকল্পনা ছিল তা ভেঙ্গে চুরমার করে দিল রাজ্য সরকারের পুলিশ প্রশাসন। সোমবার আগরতলার বনমালী পুরের রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর বাড়িতে এক যোগদান সভা আয়োজন করা হয় এই যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ১৩ পরিবারের ৬৭ জন ভোটার তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন তাদের কে বরন করে নেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সহ রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। যোগদান সভার পরে সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাএ কুনাল ঘোষ জানান ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের শাসনে রাজা রাজনৈতিক সন্ত্রাস পত্রিকা অফিসে আগুন, কাগজ ছিড়ে ফেলা এটাকে গণতন্ত্র বলে না এটাকে জঙ্গল রাজ বলে, তিনি আরো বলেন 15 সেপ্টেম্বর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কে বন্ধ করতে চেয়েছেন তাতে করে বিজেপি সরকার ভয় পেয়ে গেছে বলে জানান তিনি।

Exit mobile version