Site icon janatar kalam

রাজনৈতিক হিংসা ও স্বৈরাচারীর প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর শাসক বিজেপির বর্বরোচিত আক্রমণ ও সারা রাজ্যে রাজনৈতিক হিংসা ও স্বৈরাচারী তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে বের হয়ে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে এসে এক সভায় মিলিত হয়। এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান সারা শাসক বিজেপি ও বিরোধী সিপিআই এম রাজ্যের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্যের মানুষ তার জবাব দেবে এবং বিগত ২৫ বছরের সিপিআইএমের অত্যাচারের ফল সিপিআইএম পেয়ে গিয়েছে এবং এই ৫ বছরের বিজেপির শাসনের ফল আগামী বিধানসভা নির্বাচনে মানুষ দেবে বলে জানান তিনি। তাছাড়া তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত বিরোধী দলকে দেখে নেওয়ার হুমকিকে মুখ্যমন্ত্রীর পদে বসে এই বার্তা দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন এবং এর জবাব ও জনতা দেবেন বলে অভিমত ব্যাক্ত করেন।

Exit mobile version