জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- সোমবার থেকে প্রাপ্ত বিভাগের স্কুল খোলা হয়েছে । আগরতলা সহ রাজ্যের অন্যান্য জায়গায় তো প্রাপ্ত শ্রেণির ক্লাস খোলা হয়েছে হয়েছে। বিগত অনেক মাস পরে করোনা অতি মাড়ির প্রভাবে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ ছিল কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার ফলে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয় খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অভিভাবকের অনুমতি নিয়েই বিদ্যালয় প্রবেশ করানো হচ্ছে এমনকি সরকারি বিধি নিষেধ মেনে এবং প্রত্যেক ছাত্র সিঙ্গেল বেঞ্চে বসে পড়াশোনা করবে তার পাশাপাশি মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা সোমা পাল।