০১-০১-২০১৭ অনুসারে ১৫ শতাংশ ফিডব্যাক বেনেফিটসহ নতুন পে স্কেলে পেনশন ডিভিশন দেওয়ার দাবি করেছিল অল ইন্ডিয়া বিএসএনএল অল পেনশন এসোসিয়েশন । তাদের এই দাবীটিকে বিগত সরকারের কমিউনিকেশন মিনিস্টার মনোজ সিনহা মান্যতা দিলেও , নতুন সরকার গঠনের পর কমিউনিকেশন মিনিস্টার শ্রী রবিশঙ্কর প্রাসাদ তাদের এই দাবীটিকে খারিজ করে দে । তারই প্রতিবাদে সারা দেশের সাথে রাজ্যেও রাজধানীর কামান চৌমুহনিষ্ঠিত বিএসএনএল অফিসের সামনে ১ ঘন্টার গণঅবস্থানে বসে অল ইন্ডিয়া বিএসএনএল অল পেনশন এসোসিয়েশনের কর্মকর্তারা।