Site icon janatar kalam

সন্ত্রাসী সিপিএম বিরুদ্ধে বিক্ষোভ রেলি শাসক দলের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত দুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারের নিজ বিধানসভা কেন্দ্র ধনপুর যাত্রাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে লংকাকান্ড ঘটে , আহত হন অনেকেই। এলাকার বিধায়ক ও রাজ্যের ৫ বারের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কর্মী সমর্থকদের এধরণের সন্ত্রাসী মনোভাবকে ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার যে অপপ্রয়াস বিরোধীদের তার প্রতি বিক্ষোভ জানিয়ে সারা রাজ্যব্যাপী আজ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে শাসক বিজেপি দলের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে দলীয় নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলীয় কার্যকর্তারাও। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে। এদিন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে তা নষ্ট করা থেকে যেন বিরত থাকেন তা নাহলে ভারতীয় জনতা পার্টির সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিযেছেন।

Exit mobile version