রাজ্যের অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে । চা শ্রমিকরা সময়মতো মজদুরি পাচ্ছেন না । এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ২বার চিঠি দেওয়া হয়েছিল লেবার কমিশনার এস বি নাথের কাছে বিষয়টিকে খতিয়ে দেখার জন্য । কিন্তু ২ বার চিঠি পাঠানোর পরেও কোন সদউত্তর না পাওয়ায় লেবার কমিশনারের নিকট ডেপুটেশনে হাজির হয় ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের কর্মকর্তারা, উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি বীরজিৎ সিনহাও । তিনি এদিন লেবার কমিশনার কে একহাত নিয়ে বলেন জানতে এসেছেন যে উনি কি লেবার কমিশন নাকি মালিক কমিশন।