Site icon janatar kalam

১৬ বছর আগের মামলার শুনানি হল আজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ গত ২৬শে জুলাই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ২০০৫ সালে রাজ্য সরকারের সাথে যৌথ উদ্যোগে একটি বেসরকারি সংস্থা লটারি চালানোতে বিরাট অর্থ কেলেঙ্কারি করেছে বলে জানান এবং এর সাথে তৎকালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী জড়িত ছিলেন বলে অভিযোগ আনেন এবং সিবিআই তদন্তের দাবি জানান। তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন অর্থমন্ত্রী আদালতে একটি মামলা দায়ের করেন এবং আজ দীর্ঘ বছর পর এই মামলা নিষ্পত্তি হয় এবং সকলকে বেকসুর বলে রেহাই দেয় আদালত। দীর্ঘদিন পর মামলার নিষ্পত্তি হওয়ায় খুশি সকলে বলে জানান আইজীবী সম্রাট কর ভৌমিক।

Exit mobile version