Site icon janatar kalam

সুভাষ দাসের শারীরিক অবস্থার খবর নিতে জিবি হাসপাতালে বিরোধী দলনেতা মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কাল সোনামুড়া ধনপুর এলাকায় সিপিআইএমের সমর্থক সুভাষ দাসের উপর যে আক্রমণ হয়েছিল তারপর জিবি হাসপাতালে ভর্তি করা হয় সুভাষ দাসকে। আজ শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার পশ্চিম জেলা সিপিআইএম সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। গতকাল সোনামুড়া কাঠালিয়া তে সভা ছিল সেই সভায় যাওয়ার সময় মানিক সরকারের গাড়ি দেখে বিজেপির দুষ্কৃতীরা কালো পতাকা দেখায় এবং বিরোধী দলনেতা মানিক সরকারের গাড়ির উপর আক্রমণ চাল আবার চেষ্টা করেন সে সময় সিপিআইএমের কর্মীসমর্থকরা রুখে দাঁড়ালে পড়ে বিজিবি দ্বারা আক্রান্ত হন সিপিআইএমের কর্মী-সমর্থক আর তাতে করে উত্তপ্ত হয়ে ওঠে কাঠালিয়া। বিরোধী দলনেতা মানিক সরকারের বিধানসভা এলাকা ধনপুর সেখানে গিয়ে এই রকম ঘটনা ঘটবে তা কখনো আশা করেনি বিরোধী দলনেতা মানিক সরকার। রাএিতে সি পি আই এম কর্মী সুভাষ দাস কে প্রচণ্ড মারধোর করে খত বিখ্যাত করে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসো মঙ্গলবার বিরোধীদলীয় নেতা ও পশ্চিম জেলা সম্পাদক রতন দাস তার শরীরের বর্তমান অবস্থার ডাক্তারদের সাথে কথা বলেন তখন তার চিকিৎসা ভালো চলছে বলে জানান পশ্চিম জেলা সিপিআইএম সম্পাদক রতন দাস।

Exit mobile version