Site icon janatar kalam

গরীব মানুষদের স্বাবলম্বী করার লক্ষে কাজ করবে সরকার – রামপ্রসাদ পাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয় তপশিলি জাতি মোর্চার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান দাস এবং অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রামপসাদ পাল বলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এর মন্ত্র কে সামনে রেখে দেশের যে গরিব মানুষ রয়েছে তাদেরকে গরিব থেকে তুলে এনে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবেন বলে। তাছাড়া এদিন দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলেন বিগত সরকার এসসি এসটিদের জন্য কিছুই করিনি তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনার উপর ভরসা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version