আগামী ৩১ শে মার্চের আগে চাকুরী স্থায়ী সমাধানের লক্ষে ও মোট ৫দফা দাবির ভিত্তিতে ১৪ ও ১৫ই মার্চ ৪৮ ঘন্টার গন-বস্থান করতে যাচ্ছে অল ত্রিপুরা ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। তাদের দাবি ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩১শে মার্চের আগে তাদের চাকুরীর স্থায়ী সমাধান করা । ভ্যালিডেশন এক্টের মাধ্যমে চাকুরী সুনিশ্চিত করা । ১০৩২৩ এর যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারবর্গকে সমস্ত ধরণের আর্থিক সহায়তা দেওয়া ।