জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জনস্বার্থে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার নিজ বিধানসভা কেন্দ্র ধনপুরে জান এলাকার মানুষের হাল হকিকত জানার উদ্দেশ্যে। কিন্তু ধনপুরের মাটিতে পা দিতেই বিরোধী দলনেতার উপর আক্রমণ হানে বিজেপি আশ্রিত শাসক দলের দুস্কৃতিকারীরা। সংঘর্ষ বাধে সিপিআইএম কর্মী সমর্থক এবং বিজেপি কর্মীদের মধ্যে। আহত হন অনেকেই। তারই পরিপ্রেক্ষিতে আজ সিপিআইএমের উদ্যোগে শহর আগরতলায় একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র করসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন পবিত্র কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে বলেন এখনো সময় আছে দমে যাও নাহলে শুধু ত্রিপুরা নয় গোটা ভারতবর্ষের মানুষ বিজেপিকে বহিস্কার করবে বলে মন্তব্য করেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন মানিক সরকার নিজ বিধানসভা কেন্দ্রে যাবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন আজ সেটার শুরু , প্রতিরোধের ভাষা শাসক দুষ্কৃতীরা জানেনা ও গোটা রাজ্যে যেখান যেখানে আক্রমণ হবে সেখানে প্রতিরোধ গড়ে উঠবে বলে জানান তিনি।