জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শহরের ইন্দ্রনগরের যুবতী রাজশ্রী দেবকে আত্মহত্যার প্ররোচনার দায়ে পুলিশ গ্রেফতার করেছে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নারী নেত্রী পান্না দেবকে। রবিবার পূর্ব মহিলা থানার পুলিশ পান্না দেবকে গ্রেফতার করেছে এবং এদিনই তাকে সোপর্দ করা হয়েছে আদালতে। ধৃত পান্না দেব এক সময় আগরতলা পুর নিগমের কাউন্সিলর ছিলেন।কংগ্রেসের টিকিটে করেছিলেন লড়াই। গত তিন সেপ্টেম্বর ইন্দ্রনগর কবরখলা লাগোয়া একটি গাছ থেকে রাজশ্রী দেবের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।মৃত দেহের পাশেই ছিলো “সুইসাইড নোট”। মৃত যুবতী রাজশ্রী দেব তার সুইসাইড নোট লিখেন,” তার মৃত্যুর জন্য দায়ী পান্না দেব”। যুবতীর সুইসাইড নোট পুলিশ উদ্ধার করে।এর প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় পান্না দেবকে। ধৃত পান্না দেব সম্পর্কে মৃতা রাজশ্রী দেব পিসি। যদিও মৃতা রাজশ্রী দেবের মা পরিষ্কার ভাবে বলছেন, তারা পান্না দেবের বিরুদ্ধে কোনো মামলা করেন নি।পান্না দেব তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী নয়। রাজশ্রী দেব মানসিক ভারসাম্যহীন ছিলো।মূলত পিসি পান্না দেবই দেখাশোনা করতো রাজশ্রী দের পরিবার।কারণ মৃতার পিতা দীর্ঘ বছর ধরেই নিখোঁজ। অর্থাৎ ধৃত তৃণমূল নেত্রী পান্না দেবের বিরুদ্ধে যে মৃতার পরিবারের কোনো অভিযোগ নেই তা অকপটে স্বীকার করেছেন রাজশ্রীর মা।ধৃত পান্না দেব বলেন,” রাজনৈতিক ভাবে বিজেপি তাকে ফাঁসিয়ে দিয়েছে।তার ভাইয়ের মেয়ে মৃতা রাজশ্রী মানসিক ভারসাম্যহীন বলে দাবি পান্নার। ধৃত তৃণমূল নেত্রী পান্না দেবকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে তিন দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ডে মঞ্জুর করেন। নারীনেত্রী পান্না দেব কে আবার আদালতে তোলা হবে মঙ্গলবার। এদিকে সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব মহিলা থানা ঘেরাও করে এই দিনের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা প্রকাশ দাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন থানা চত্বরে ঘেরাও কর্মসূচিতে বসে তারপর চার জনের এক প্রতিনিধি দল সদর এসডিপিও রমেশ যাদব এর সাথে সাক্ষাত করেন। বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক জানান তৃণমূল কংগ্রেস নেত্রী পান্না দেবকে ফাঁসানো হয়েছে এবং পুলিশ যে সুইসাইড-নোট পেয়েছে তার কোন ফরেনসিক এক্সপার্ট কিংবা হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছাড়া কিভাবে পান্না দেব কে গ্রেফতার করা হয়, তাই যতদিন পর্যন্ত পান্নাদের ভেতরে থাকবে তৃণমূল কংগ্রেস রাস্তায় আন্দোলনে শামিল থাকবেন বলে জানান তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক।