Site icon janatar kalam

গাঁজায় রয়েছে মানব সভ্যতার উপকারিতার দিক : প্রসেনজিৎ চক্রবর্তী

এন ডি পি এস আইনের মাধ্যমে গাঁজাকে শিল্প এবং ঔষধি ক্ষেত্রে ব্যবহারের দিকটি মাথায় রেখে সংশোধনী আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালো জনজাগরণ মঞ্চ । গাঁজায় মানব সভ্যতার যে উপকারিতার দিক রয়েছে সেগুলিকে সামনে এনে এন ডি পি এস আইনের মাধ্যমে গাঁজাকে আইনসিদ্ধ করার দাবি জানান এবং একটা রেগুলেটরি অথরিটি গঠন করে গাঁজা চাষ, ক্রয় বিক্রয় এবং তার ব্যবহার সবকটাকে রেগুলেশনের ভেতরে আনার ও দাবি রাখেন । পাশাপাশি সংগঠনের কনভেনার প্রসেনজিৎ চক্রবর্তী যে জায়গায় বহু বিশিষ্ট গবেষক গাঁজার উপকারিতার দিক নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন সে জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার এনিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা ব্যক্ত করেন।

Exit mobile version