জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনের এক নং হলে রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় 60 তম শিক্ষক দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন একজন আদর্শ শিক্ষকই আদর্শ ছাত্র তৈরীর মাধ্যমে সমৃদ্ধ সমাজ নির্মাণে অগ্রণী ভমিকা নিয়ে থাকেন। শিক্ষকদের স্বনির্ভর মানসিকতা, ছাত্র ছাত্রীদের স্বনির্ভর ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ নিয়ে থাকে। শিক্ষার সর্বাঙ্গীন বিকাশে বর্তমার সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাছাড়া তিনি এদিন আরও বলেন যে মহান শিক্ষাবিদ, দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নির্দেশিত পথকে অনুসরণ করতে পারলেই আজকের দিনের যথার্থ সার্থকতা মিলবে। এর জন্য প্রয়োজন ‘সবকা সাথ- সবকা প্রয়াস’। সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই উন্নততর রাজ্য নির্মাণ সম্ভব। সূর্য কিরণ যেমন সৃষ্টির প্রতীক তেমনি, ছাত্রদের স্বনির্ভর ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। ইতিবাচক ব্যবস্থাপনা ও মানসিকতাই পারে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে l ছাত্র ছাত্রীদের সুনিশ্চিত ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে শিক্ষার ভিতকে আরও মজবুত করার লক্ষ্যে আমরা কাজ করছি বলে জানান এবং এদিন শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়া ও ভাগ অঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে দিশা দেখানোর জন্য রাজ্য সরকার নতুন দিশা প্রকল্প হাতে নিয়ে যে কাজ শুরু করেছিল তা কোভিড অতিমারির কারণে সে লক্ষ্য পূরণে প্রতিবন্ধকতা তৈরী হলেও। আগামী শিশু দিবসের (১৪ নভেম্বর) আগে নির্ধাতির লক্ষ্য পূরণে মিশন মুডে কাজ করার লক্ষ্যে আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী । তাঁরা অঙ্গীকার গ্রহণ করেন, শিক্ষার্থীদের পড়া ও ভাগ অঙ্ক সহ বিভিন্ন ক্ষেত্রে আরও দক্ষ করে তোলার জন্য মনোনিবেশ করবেন বলে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।