Site icon janatar kalam

আমাদেরকে পুনরায় বিদ্যালয়ের আঙ্গিনায় ফিরিয়ে নিয়ে যান- ১০৩২৩ JMC

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার 5 ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে সারা বিশ্বে। তার পাশাপাশি জয়েন্ট মুভমেন্ট 10323 শিক্ষক দের পক্ষ থেকে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং আগরতলা শহরে এক বিশাল রেলি বের করা হয় জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। রাজ্যের 10323 চাকরীচ্যুত শিক্ষকরা বিগত 19 মাস ধরে তাদের চাকরি নেই ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তার মধ্যে 106 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন তারপরেও রাজ্য সরকার 10323 শিক্ষকদের দিকে তাকাচ্ছেন না। আজকের দিনে শিক্ষকদের স্কুলে থাকার কথা কিন্তু তারা আগরতলা শহরের রাজপথে কালো দিবস পালন করছেন মিছিল করে খুবই মর্মাহত শিক্ষকরা। তারা রাজ্য সরকারকে জানান দিতে চাইছেন কলো দিবসের মধ্য দিয়ে রাজ্য সরকার যেন তাদেরকে আবার স্কুলের আঙিনায় নিয়ে যায় শিক্ষকতা কাজের জন্য তাহলে তারা সম্মানের সহিত শিক্ষকতা করে প্রাণ বাঁচাতে পারবেন বলে জানান জয়েন্ট মুভমেন্ট কমিটির শিক্ষক কমল দেব বাইট এখন দেখার বিষয় রাজ্য সরকার তাদের প্রতি কতটুকু দৃষ্টি আকর্ষণ করেন সেটা সময়ই বলবে।

Exit mobile version