Site icon janatar kalam

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সুস্বাস্থ্যের জন্য বিবেকানন্দ বিকাশ মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হতে থাকে। তিনি বিশ্বাস করতেন, দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত। ভারতে এই দিবসটি পালিত হয় ৫ সেপ্টেম্বর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী ৫ সেপ্টেম্বর। সেদিনই শিক্ষক দিবস পালন করা হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জাহিরের জন্যই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস কে সামনে রেখে 4 সেপ্টেম্বর শনিবার আগরতলা মহারানি তুলসিবাতি উচ্চতর বালিকা বিদ্যালয় বিবেকানন্দ বিকাশ মঞ্চের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিকাশ মঞ্চের কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রত্যেক বছর 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলো ও এবার করোনা মহামারী কারণে শিক্ষাদপ্তর পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা থেকে বিরত থাকছেন। তাই বিবেকানন্দ বিকাশ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যের দিক দিয়ে ফিট থাকে এবং সুস্বাস্থ্য ঘটন করতে স্বাস্থ্য পরীক্ষা অতি প্রয়োজনীয় তাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। এই দিনের স্বাস্থ্য শিবিরে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে উমাকান্ত বিদ্যালয়ের শিক্ষক জানান শিক্ষক দিবসের আগে স্বাস্থ্য শিবির এর মধ্য দিয়ে শিক্ষকদের শারীরিক দিক দিয়ে সুস্থ কিনা তার জন্য স্বাস্থ্য শিবির করা হয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য শিবির এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানান।

Exit mobile version