Site icon janatar kalam

পুস্তক ব্যবসাকে বাচানুর দাবিতে মাঠে নামল দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশন

২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর একসাথে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন করার নির্ণয় নিয়েছিলেন । আমরা দাবি করেছিলাম সিলেবাস পরিবর্তন ধাপে ধাপে করার জন্য । রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছিলেন কিন্তু বাস্তবিক পক্ষে তা পালন করেন নি । একসাথে সমস্ত শ্রেণীর সিলেবাস পরিবর্তন হওয়ায় আমরা বিশাল আর্থিক ক্ষতির শিকার। তাই দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশন আজ সারা রাজ্য ব্যাপী প্রতীকী ধর্মঘট , মিছিল ও ২ ঘন্টার গন- বস্থান করার জন্য সারা রাজ্যের এসোসিয়েশনের পুস্তক ব্যবসায়ীরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে । তাদের দাবি নবম ও দশম শ্রেণীর যেসকল বই প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে নগদ দামে বিক্রয় করেছেন তা পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়াসহ নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল বই এসোসিয়েশন সদস্যদের দ্বারা বিক্রয়ের ব্যবস্থা করে পুস্তক ব্যবসাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের নিকট দাবি রাখেন ।

Exit mobile version