Site icon janatar kalam

শুধু ফাইল সই নয় খবর রাখি সব দপ্তরের : মুখ্যমন্ত্রী

সব দপ্তরের উপর তীক্ষ্ণ নজর রেখে রাজ্যের উন্নয়ণ করে চলেছি । শুধু ফাইল সই করাই আমার কাজ নয় ।শুক্রবার ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের ১৯তম রাজ্য সম্মেলনের উদবোধন করে কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।এদিন শ্রী দেব আরো জানান রাজ্যের কোন হাসপাতালে কি হচ্ছে ,কোন ব্লাড ব্যাংকে রক্ত আছে ,কোন হাসপাতালে কি পরিকাঠামো আছে সব খবরই রয়েছে আমার কাছে । এছাড়াও কোন ডাক্তার কুথায় কাজ করছেন ,কোন ওষুধে কি ক্ষতি হচ্ছে সব খবর রাখি । এদিনের সম্মেলনে রাজ্যের বিশিষ্ট ডেন্টাল সার্জন মানিক সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন বহিঃরাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা ।

Exit mobile version