Site icon janatar kalam

জিরানিয়া মহাকুমায় সি পি আই এম পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারের সামনে সিপি আই এম দলের বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ৩০ তারিখ রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের খবর ছড়িয়ে পড়তেই এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রিত্ব পেতে চলছেন এ খবর সুনিশ্চিত হতেই , এদিন রাতেই এলাকার সিপিআইএম সমর্থকের ধানের জমিতে আগুন লাগিয়ে দেয় শাসক দলের দুকৃতিকারীরা। তাছাড়া কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগসহ ইট পাটকেল ছোড়া হয় বলে জানা যায়। শুধু তাই নয় এলাকার একটি একতলা বিশিষ্ট পাকা বাড়ি পার্টি অফিস ডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এ খবর শুনে যখন ঘটনাস্থলে যান প্রাক্তন বিধায়ক মানিক দে তখন পুলিশের সাথে কথা বলে সাহায্য চাওয়া হলেও পুলিশ এব্যাপারে কোন প্রকার সাহায্য করেননি বলেন অভিযোগ আনেন মানিক দে। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে সিপি আই এম দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মজলিশপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানিক দে , বিধায়ক রতন দাস , রাধাচরণ দেববর্মাসহ অন্যান্যরা। এদিন মানিক দে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন তিনি এখন বিধায়ক হয়েছেন আর রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা মন্ত্রীদের প্রধান কর্তব্য। আর গত কিছুদিন ধরে যেসকল ঘটনা সংগঠিত হয়েছে তা এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীর প্ররোচনা ছাড়া কোন প্রকার সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version