জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এসে পৌছলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে উনাকে বরণ করেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভূমিক প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা প্রকাশ দাস সহ অন্যান্যরা। এদিন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জানান। রাজ্যের বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। যার কারণে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে আসার পর তাদের উপর আক্রমণ হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে, তাদের হোটেলে হুমকি দেওয়া হচ্ছে, তার কারণ হলো বিজিপি ভয় পেয়ে গিয়েছে। রাজ্যের বিজেপি সরকার জনগণের থেকে অনেক দূরে সরে গিয়েছে তাই ত্রিপুরা রাজ্যে মা মাটি ও মানুষ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করবেন বলে জানান পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরো বলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বিজিবি বিধায়ক সুদীপ রায় বর্মন এর জন্য তৃণমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে বলে জানান তিনি।