Site icon janatar kalam

ভেলিটেশন এক্ট লাগু করে পরিবারের মুখের গ্রাস ফিরিয়ে দাও : ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে আয়োজিত হলো ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের সাংগঠনিক সভা । এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০৩২৩ এর ভিক্টিমাইজড শিক্ষকরা এদিনের সভায় হাজির হয়েছেন । এদিনের সভায় সংগঠনের এক শিক্ষক বলেন রাজ্য সরকার যদি ১০৩২৩ এর চাকরি স্থায়ী করতে চায় এই কম সময়ের মধ্যে তাহলে অর্ডিনেন্স জারি করতে হবে , অর্ডিনেন্সটাকে বিধানসভায় বিধায়করা যদি পাশ করিয়ে দেয় তাহলে পরবর্তী সময়ে রাজ্যপালের দ্বারা স্বাক্ষর করিয়ে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে ভেলিটেশন করে তাদের চাকরিতাকে স্থায়ী করা যেতে পারে বলে দাবি করেন তিনি ।

Exit mobile version