জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কে । সড়ক দুর্ঘটনা যেন কোনমতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই তেলিয়ামুড়া শহরের বুকে কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার কবলে আহত বা নিহতের খবর রয়েছেই গোটা সংবাদ শিরোনামে । যান দুর্ঘটনা আজ বরাবরের মতোই নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে । উল্লেখ্য, তেলিয়ামুড়া থানাধীন পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে একটি বাইক ও একটি পণ্যবাহী “SML” ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত ওই বাইক আরোহীর নাম দীপক দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, বাড়ী তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় । ঘটনার বিবরনে জানা যায়, আজ রবিবার দুপুর আনুমানিক ৩ টা নাগাদ তেলিয়ামুড়া থেকে দীপক দেবনাথ নামে এক যুবক তাঁর বাইক, যার নম্বর TR-01 N 7812 নিয়ে তুইসিন্দ্রাই মুখী হয়ে যাচ্ছিল ; আর ঠিক এমন সময়েই আগরতলা থেকে মাল বুঝাই একটি পণ্যবাহী “SML” ট্রাক গাড়ি যার নম্বর TR01 AB 1870 তীব্র গতিতে তেলিয়ামুড়ার দিকে আসছিল । কিন্তু দুর্ভাগ্যবশত তেলিয়ামুড়ার করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসতেই আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যেই এই বাইক আরোহী ও পণ্যবাহী “SML” ট্রাক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এই মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী দীপক দেবনাথ (৩৫) । তীব্র বিকট শব্দে দৌড়ে ছুটে আসেন স্থানীয় সাধারণ জনগণ । খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত বাইক আরোহী দীপক দেবনাথকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাইক আরোহী দীপক দেবনাথ । এইদিকে প্রতিনিয়তই তেলিয়ামুড়া মহকুমা জুড়ে সড়ক দুর্ঘটনা জনিত ঘটনাকে কেন্দ্র করে মূলতঃ তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ প্রশাসন ব্যবস্থাকে নিয়েও রীতিমতো ক্ষোভ সৃষ্টি হয়েছে বুদ্ধিজীবি মহল জুড়ে ।।