জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বিজেপি সুদীপ রায় বর্মণ, আশিষ সাহা, আশিষ দাস , দিবা চন্দ্র রাংখল ও বুর্ব মোহন ত্রিপুরা পাঁচ বিধায়ক সহ বিজেপির প্রাক্তন সভাপতি রনজয় দেব ও অন্যান্য বিজেপি নেতৃত্বসহ প্রায় 2 হাজার পুরোনো কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠক নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের বিজেপি দলকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং দলের দুর্বলতা দিকগুলি সরকার ও দলের কাছে তুলে দিয়ে , এক জনকল্যাণমুখী সরকার যার কাছে শুধু মাত্র সাধারণ মানুষের স্বার্থের দিকটাই প্রাধান্য পাবে এ ধরণের দল এবং সরকার তৈরী করার জন্য যে ভুল ত্রুটি কিংবা দুর্বলতাগুলো দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। তাছাড়া জনমনে সরকারের প্রতি যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভগুলি প্রকাশ করার জন্যই এই বৈঠকের আয়োজন বলেও জানালেন তিনি। এদিনের বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।