জনতার কলম ত্তেরিপুরা লিয়ামুড়া প্রতিনিধি :- আজ শনিবার তেলিয়ামুড়ার বিদ্যুৎ দপ্তরের অধীন গামাইবাড়ীর ১ নং ওয়ার্ডে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিশাল আগুন লেগে যায় বিদ্যুতের খুটির মধ্যেই । আর এই ঘটনায় গামাইবাড়ির স্থানীয় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে । ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার গামাইবাড়ির ১ নং ওয়ার্ড এলাকায় প্রায় দীর্ঘ ২ ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে থাকার দরুণ, স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মূলে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের লোকেরা বিদ্যুৎ পরিষেবা সচল করার জন্য ওই গামাইবাড়ি এলাকায় আসে । উল্লেখ্য, দীর্ঘ ১ ঘন্টা যাবৎ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যখন বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করে গ্যাং সুইচটি চালু করে । ঠিক তখনই গ্যাং সুইচটি চালু করা মাত্রই গ্যাং-র পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা একটি ইলেকট্রনিক মেশিন বক্সে আচমকা আগুন লেগে যায় । চোখের পলকেই সেই আগুন বিরাট আকার ধারণ করে নেয় এবং এই শর্ট সার্কিটের কারণে এলাকা বাসীদের বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিমেষেই নষ্ট হয়ে যায় । এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অভিযোগ করে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা । কিন্তু এই ঘটনার জেরে স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে বচসায় জড়িয়ে যায় । পরবর্তীতে এক সময় বিদ্যুৎ দপ্তরের গাড়ীও আটকে দেয় স্থানীয় এলাকাবাসীরা ও তাদের ঘরের জিনিসপত্রের ক্ষতিপূরণের জন্য দাবি করতে থাকে । তবে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের চূড়ান্ত খাম-খেয়ালী পনার কারনেই নাকি এই ঘটনাটি ঘটেছে । এইদিকে এই উত্তপ্ত ও চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ ও “TSR” বাহিনী । পরবর্তীকালে দফায় দফায় পুলিশি হস্তক্ষেপে এই ঘটনা নিয়ন্ত্রণে আসে ।।