জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর আজ থেকেই সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে তাদের কর্মসূচি। তার পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 8 দফা দাবিতে শহর কাঁপিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কুনাল ঘোষ এবং শান্তনু সেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান তৃণমূল কংগ্রেস হল ঘাসফুল আর এই ঘাসফুল কে যত কাটবে ততই বাড়বে এবং তৃণমূলকে যতই মারবে ততোই আন্দোলন জোরালো হবে সুতরাং বর্তমান শাসক দলের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাই আজ তৃণমূলের মিছিল এই জনঢল বলে জানালেন। তাছাড়া তিনি আগামী 2023 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবেন বলে জানিয়ে দেন। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।