Site icon janatar kalam

বিজেপি দলের কর্মীকে জোরপূর্বক কংগ্রেসে যোগদান করানোকে তীব্র ভাষায় নিন্দা জানান 5 খয়েরপুর মন্ডল কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা :-বিজেপি দলের কর্মীকে জোরপূর্বক কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই তে যোগদান করানোর অভিযোগ নিয়ে বিজেপি খয়েরপুর মন্ডল কমিটি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। এদিনের বৈঠকে মন্ডল সভাপতি অমিত কুমার নন্দী এনএসইউ আই এর এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান, উনার বক্তব্য ভারতীয় জনতা পার্টি কোনদিনই জোরপূর্বক কাউকে দলে যোগদান করাই নিই, অথচ দলের উন্নয়নমূলক কাজকর্ম দেখে মানুষ নিজ থেকেই বিজেপি দলে যোগদান করছে বলে। আর এদিকে সদ্য এন এস ইউ আই তে যোগদানকারী ব্যক্তি জানান কোন এক এনজিওর আর্থিক সাহায্যের জন্য এক ব্যক্তির কাছে জান সেখানে সেখানে ওকে যতটুকু প্রয়োজন আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে এন এস ইউ আই এর একটি কর্মসূচিতে অংশগ্রহণ করান সেখান থেকে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, তারপরে যখন সে বিষয়টি বুঝতে পারে তখন সে জানায় প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি তারপর যখন ঠাই করতে পেরেছেন তখন তিনি সরে আসেন। গোটা বিষয়টি যখন 5 খয়ের পুর মন্ডল কমিটি জানতে পারে তখন এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিষয়টিকে জনসম্মুখে নিয়ে আসেন এবং কংগ্রেস দলের এই নেক্কারজনক ঘটনা তীব্র ধিক্কার জানান এখন সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির হয়েই কাজ করে যাবে বলে জানিয়েছেন।

Exit mobile version