জনতার কলম প্রতিনিধিঃ- ONGC ডিলিং সাইডের জনগণের জায়গার বকেয়া টাকা না দিয়ে চলে যাওয়ার সময় গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল এলাকার জনগণ। ঘটনা কমলাসাগর নতুনকলোনি এলাকায়। অভিযোগ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ জনগণের জায়গার টাকা না দিয়ে প্রতারণা করে আসছে ওএনজিসি কর্তৃপক্ষ। তাদের দাবি বকেয়া টাকা পরিশোধ না করলে গাড়িসহ অফিসারদের যেতে দেওয়া হবে না। জানা যায় ২০০৮ সালে কমলাসাগর নতুন কলোনি এলাকায় ওএনজিসি পক্ষ থেকে ডিলিং করার জন্য আসে পরবর্তী সময়ে ওই এলাকার 7 জন লোকের কাছ থেকে জায়গা চেয়ে এবং প্রতিমাসে টাকা দেয়া হবে। যথারীতি গত 9 বছর যাবত টাকা দিয়ে আসলেও সাড়ে চার বছর যাবৎ কাউকে সেই জায়গার টাকা দেওয়া হচ্ছে না। আর সেই টাকা না দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ বুধবার সকাল বেলা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় এলাকার জনগণ জড়ো হয়ে তাদের আটক করে এবং মূল গেটের সামনে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আন্দোলন করতে থাকে। তাদের বক্তব্য সকলের বকেয়া টাকা পরিশোধ করে যেতে হবে নতুবা তাদের আটক করে রাখা হবে। তানিয়ে দীর্ঘক্ষন আন্দোলনরত থাকলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই।যদিও সমস্ত গাড়ি সহ অফিসারদের জনগণ আটক করে রেখেছে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত।