জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সমাজে ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। যার মধ্য দিয়ে সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যেন একে অপরের শত্রু না হয় একে অপরের পাশে দাঁড়ান এই লক্ষ্য রেখেই রাখি বন্ধন উৎসবের সূচনা। প্রতিবছরই রাজ্যের মহিলা মোর্চার সদস্যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে আশীর্বাদ করেন এবং উনি যেন রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে পারেন তার প্রার্থনা রাখেন। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে রাজ্যের মহিলা মোর্চার বোনেরা মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেয়। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মহিলা মোর্চার বোনেরা তাকে রাখি পরিয়ে আশীর্বাদ করেন এবং তাদের আশীর্বাদে রাজ্যের উন্নয়নে কাজ করে যাওয়ার ক্ষেত্রে শক্তির যোগান দেয় বলে। তাছাড়া এদিন তিনি এই পবিত্র বন্ধন কে সামনে রেখে সমগ্র ত্রিপুরাবাসী মঙ্গল কামনা করেন।