জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজধানী সার্কিট হাউসস্থিত বাংলাদেশ হাই কমিশনারের কার্যালয়ে প্রজাপিতা ব্রহ্মকুমারী পক্ষ থেকে তাদেরকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। এদিন প্রজাপিতা ব্রহ্মকুমারী সদস্যারা রাখি বন্ধন এর প্রেক্ষাপট তাদের সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ হাই কমিশনার কার্যালয়ের এক অধিকর্তা সংবাদমাধ্যমকে জানান এই পবিত্র বন্ধন কে কেন্দ্র করে সকল ধর্ম বর্নের মানুষ একই সূতোয় গাঁথা যেন থাকে এবং সমাজের শ্রেষ্ঠ জীব বলতে মানুষ, আর মানুষের পরিচয় মানুষই এই মানুষের পরিচয়কে যেন অন্য কিছু ছাপিয়ে না যায় তার আহবান রাখেন।