জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গুজরাটের একটি বেসরকারি সংস্থায় আগরতলা-আখাউড়া সীমান্তে লাইটহাউস নির্মাণ কাজের সাথে জড়িত ওই বেসরকারি সংস্থা রাজ্য সরকারের ব্যাঙ্ক অফ বরোদা থেকে 500 কোটি টাকার ঋণ নিয়েছেন এবং তা গ্যারান্টার হিসেবে রাজ্য সরকার বহন করছেন বলে জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন। মঙ্গলবার আগরতলার 9 বনমালীপুর তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন বলেন ভারতবর্ষে ক্রমবর্ধমান বেকারত্ব বৃদ্ধি পেয়েছে নরেন্দ্র মোদি সরকার বেকারদের চাকরীর প্রতিশ্রুতি দিয়েছিল। ঠিক সেভাবে ত্রিপুরা রাজ্য ও বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকার বেকারদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু দেখা গিয়েছে গত দুদিন আগে যে আর বি টি পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার যে নিয়োগ-প্রক্রিয়া চালু করেছেন তারমধ্যে বহি রাজ্যের বেকারের সংখ্যা বেশি। তাহলে কিভাবে রাজ্যের বেকাররা চাকরি পাবেন বলে তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তোপ দাগলেন। এদিন সাংবাদিক সম্মেলনের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সংস্কৃতি জগতের ব্যক্তি তার নাম দীপক রায় চৌধুরী সহ আরো এক জন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দীপক রায় চৌধুরী তিনি বিগত সরকারকে রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনার অনেক অবদান রয়েছে বলে জানান সুবল ভৌমিক।