জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালন করা হলো টি টি এ এ ডি সি এর প্রতিষ্ঠা দিবস। এদিন ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান ভারতের প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ত্রিপুরা রাজ্যের জনজাতিদের স্বার্থে এবং তাদের উন্নয়নের জন্য সিক্সড সিডিউল এর আওতায় ত্রিপুরায় টি টি এ এ ডি সি গঠন করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর যে চিন্তা ধারা এবং লক্ষ্য ছিল তার সম্পূর্ণ বিপরীত হয়ে আসছে, বিগত বামফ্রন্ট সরকারের আমলে তা দেখা গিয়েছে এবং বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলেও তা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে পীযূষ কান্তি বিশ্বাস রাজ্য সরকারের কাছে আহ্বান রাখেন জনজাতিদের অধিকার এবং তাদের জন্য বরাদ্দ অর্থ যেন জনজাতিদের উন্নয়নের স্বার্থে লাগানো হয়। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।