Site icon janatar kalam

সরকার জানে দিব্যাঙ্গনদের সেবা করা ভগবানের সেবা করার সমান- প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দিব্যাঙ্গদের ইউ ডি আই ডি সার্টিফিকেট বিতরণ করা হয় শুক্রবার। টাউন হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে হোমে থাকা দিব্যাঙ্গন ছাত্র-ছাত্রীদের মধ্যে এই সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি শারীরিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের হুইল চেয়ার চশমা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। কারণ সরকারের দিব্যাঙ্গনদের জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা বা বসবাসের কোন সমস্যা হলে তিন মাসের মধ্যে সেই সমস্যা পূরণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারণ সরকার জানে দিব্যাঙ্গনদের সেবা করা ভগবানের সেবা করার সমান। তাই সরকার তাদের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার কোভিড টিকাকরণের বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এখন পর্যন্ত দেশে ৫০ কোটির অধিক টিকাকরণ হয়ে গেছে। এরমধ্যে ত্রিপুরা রাজ্য শীর্ষস্থানে রয়েছে। আর এর পেছনে মূলত বিশেষ গুরুত্ব রয়েছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। কারণ তারা নিরলস পরিশ্রম করে মানুষের মধ্যে সচেতনতা এনেছে। ফলে ত্রিপুরা রাজ্যে ৯৩ শতাংশের অধিক টিকাকরণ হয়েছে বলে জানান তিনি। তার শুধু অঙ্গনওয়ারী এবং আশা কর্মীদের প্রচার এবং প্রসারের কারণে টিকাকরণের দিকে দেশে শীর্ষস্থান লাভ করতে পেরেছে ত্রিপুরা। মানুষের মধ্যে বিভ্রান্তের জট কেটেছে বলে অভিমত ব্যক্ত করেন শ্রীমতি ভৌমিক।

Exit mobile version