Site icon janatar kalam

এলাকার বিধায়কের জন্মদিন উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচি হাতে নিল খয়েরপুর যুব মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত দিনগুলিতে বিধায়ক রতন চক্রবর্তী এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে গিয়েছেন, যেমন রাস্তাঘাট উন্নয়ন, গরিব দুস্থদের পাশে দাঁড়ানো , খাদ্য সামগ্রী বিতরণ এবং করোনা মহামারীর সময় প্রত্যেক গরিব শ্রেণীর মানুষদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ইত্যাদি। তাছাড়া উন্নয়নমূলক কাজের অঙ্গ হিসাবে সৌরশক্তি দ্বারা পরিচালিত সোলার লাইট বসিয়েছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিকে খয়েরপুর মন্ডলের যুব মোর্চার সদস্যরা বিধায়ক রতন চক্রবর্তীর কাজে আপ্লুত হয়ে যুব মোর্চার যুবরা প্রত্যেকদিন এলাকার স্বার্থে কোন না কোন উন্নয়নমূলক কাজ করে চলছেন। তারই পরিপ্রেক্ষিতে বিধায়ক রতন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে খয়েরপুর যুব মোর্চার পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি মধ্যে উল্লেখযোগ্য হল প্রত্যেকটি বুথ এ বৃক্ষ রোপন করা হবে তার সাথে সাথে স্বচ্ছ ভারত, স্বেচ্ছায় রক্তদান ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সদর গ্রামীণ জেলার যুব মোর্চার সভাপতি সুমন দাস ও খয়ের পুর যুব মোর্চার সভাপতি সুরোজ ভট্টাচার্য্য। পাশাপাশি আজ উনার জন্মদিন উপলক্ষে বিধায়কের সরকারি বাসভবনে যুব মোর্চার পক্ষ থেকে পালন করা হয় জন্মদিন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Exit mobile version