Site icon janatar kalam

হাই কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন সত্যগোপাল চট্টোপাধ্যায়। আজ সকালে প্রধান বিচারপতি এ এ কুরেশি শপথ বাক্য পড়ান সত্যগোপাল চট্টোপাধ্যায়কে। সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং অরিন্দম লোধও।
এই হাইকোর্টেরই রেজিস্ট্রার জেনারেল ছিলেন তিনি। তাছাড়া ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, জেলা ও দায়রা বিচারক হিসাবেও কাজ করেছেন।
ত্রিপুরা হাইকোর্টের দশম বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়। ২০১৩ সালের ২৩ মার্চ পথ চলা শুরু করেছিল এই আদালত। তার আগে গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ হিসাবে ত্রিপুরার কাজকর্ম চলত।
ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট কলেজিয়াম সত্যগোপাল চট্টোপাধ্যায়কে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থেকে বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল।
ত্রিপুরা হাইকোর্টে চারজন বিচারপতির পদ রয়েছে। অনেকদিন বাদে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিদের সব পদ ভর্তি হচ্ছে।

Exit mobile version