Site icon janatar kalam

৯ বনমালীপুর ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল সংকল্প যাত্রার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার ৯ বনমালীপুর ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ৭৫ তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে যুব সংকল্প যাত্রার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার প্রভারি টিংকু রায়। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান যে ২০১৭ সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলে আজ থেকে ৫ বছর পর যখন ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে তখন আত্মনির্ভর ভারত সকলে দেখবে , কেননা আজ ভারতেই আবিষ্কার হচ্ছে গাড়ি, উড়োজাহাজ সবকিছু এদেশেই করোনা ভ্যাকসিন আবিষ্কার করে এদেশের মানুষকে দেওয়া হয়েছে। সুতরাং আত্মনির্ভরতাকে পাথেয় করে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে এই সংকল্প রেলির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version