জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার সি আই টি ইউ সদর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ওৱাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মানিক সরকারকে সাংবাদিকরা তৃণমূল সাংসদদের উপর গতকাল ঘটে যাওয়া নৃশংস হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে মানিক সরকার বলেন, রাজ্যে এ ধরনের হামলা প্রতিদিন ঘটছে, কিন্তু যেসব যুবক এই ধরনের কাজে নিজেদের যুক্ত করছে, তাদের ভবিষ্যৎ কী হবে? বিজেপি তরুণদেরকে সহিংসতায় ব্যবহার করে শুধু তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যত নষ্ট করছে। তাছাড়া তিনি আরো বলেন যে কোন দলেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এ ধরণের ঘটনা কেউ দেখেনি কেননা এরা আগেও এইভাবে ২,৩ বার এসেছিলো এবং নিজেদের দল তৈরী করে লড়াই করেছিল ফলাফল হয়ত ভালো করতে পারেনি , ঠিক এবার ফলাফল ভালো করার লক্ষে হয়তোবা নিজেদের সংগঠনকে মজবুত করতে রাজ্যে এসেছে আবার এরা , কিন্তু শাসক দল তা সহ্য করতে পারছে না কেননা মুখে গণতন্ত্রের বুলি উড়ালেও এদের মন হচ্ছে ফ্যাসিস্ট। সুতরাং শাসক দল যখন ভালো কাজ করছে তা কেউ অস্বীকার করছে না কিন্তু যখন কেউ বিরোধিতা করছে তা নিয়ে আলোচনা করুন আক্রমণ কেন করছেন বলে প্রশ্ন রাখেন তিনি।