Site icon janatar kalam

রাজ্যে এলেন সায়নী ঘোষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে আসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ। উনাকে আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের রাকেশ দাস। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠন করতে চাইছে শাসকদল যে ধরনের খেলায় মেতেছে তা ছেলেখেলার ছাড়া আর কিছুই না এবং রাজ্যের মানুষ শাসকদলের শাসনকার্য থেকে নিজেদের মুক্তি দিতে চাইছেন তাই রাজ্যের মানুষের সাথে কথা বলে তৃণমূলের সংগঠনকে মজবুত করে ময়দানে খেলায় মেতে উঠবেন এবং খেলা হবে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া তিনি আরো বলেন যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি এটা নতুন কিছু নয় এটা তাদের রক্তে মিশে রয়েছে আতঙ্ক তৈরি করাটা, পাশাপাশি তিনি গোটা ত্রিপুরায় বিজেপির যত সংগঠন রয়েছে নবান্নে তার চাইতেও বেশী স্টাফ রয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ।

Exit mobile version