Site icon janatar kalam

বহিঃ রাজ্যে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ আটক রাজ্যের এক যুবক

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ বহিঃ রাজ্যে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ আটক রাজ্যের এক যুবক।ধৃত যুবকের নাম হারিস মিয়া।তার কাছ থেকে উদ্ধার সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট। ঘটনার বিবরণে প্রকাশ,পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জের পাথারকান্দিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে উদ্ধার হয় ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট।গোপন সূত্রের সূত্রের ভিত্তিতে পাথারকান্দি রেল ষ্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট গুলি।ধৃত ব্যক্তির নাম হারিস মিয়া।তার বাড়ি সিপাহী জেলার সোনামুড়া থানাধীন ভারত-বাংলা সীমান্তে।অসম থেকে ড্ৰাগস নিয়ে রাজ্যে ফিরছিলো হারিস মিয়া।তার কাছ থেকে ২৫ গ্ৰাম ব্রাউন সুগার সহ ১ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করে অসম পুলিশ ও বিএসএফ।ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশ পাচার করার উদেশ্য নিয়ে যাচ্ছিলো ঐ ব্যক্তি। উদ্ধারকৃত ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্ৰায় সাত লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে অসমের পাথারকান্ধি থানার পুলিশ।সাথে স্হানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আজ ধৃত হারিস মিয়াকে পুলিশি রিমান্ড চেয়ে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছে অসম পুলিশ।

Exit mobile version