Site icon janatar kalam

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো 75 তম স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল 75 তম স্বাধীনতা দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আসাম রাইফেলস ময়দানে। এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপিত করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তাছাড়া দিনটিকে কেন্দ্র করে আরক্ষা বাহিনীর পক্ষ থেকে আয়োজিত করা হয় প্যারেডের। এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মানুষের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বলতে গিয়ে তিনি জানান দেশের একশটি নগরের মধ্যে আগরতলাকে ভারত সরকার “স্মার্ট সিটি মিশনের আওতায় আরবান রিনিউয়্যাল এন্ড রেট্রোফিটিং কর্মসূচিতে” যুক্ত করেছে।রাজ্য সরকার লিচুবাগান জংশন থেকে নতুন টার্মিনাল ভবন পর্যন্ত আগরতলা এয়ারপোর্ট রোডকে দুই থেকে চার লেনে উন্নীত করছে।এতে ব্যয় হবে ১০০ কোটি টাকা।যা আগামী ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া “মুখ্যমন্ত্রীর মডেল ভিলেজ স্কিম” নামে একটি নতুন প্রকল্প চালু হয়েছে।এই প্রকল্পে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬.০৫ কোটি টাকা এবং ২০২২-২৩ সালের জন্য ৭.০৫ কোটি টাকা বাজেট সংস্থান রাখা হয়েছে।এর মাধ্যমে মূল্যায়ন কমিটি তিনটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি নির্বাচিত করবে এবং তাদের প্রথম পর্যায়ে কাজকর্ম সম্পাদনের নিরিখে ১ কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায় সম্পন্ন করার পর ২ কোটি টাকা ইনসেনটিভ হিসেবে দেওয়া হবে এবং রাজ্য সরকার “ত্রিপুরা এগ্রিকালচারাল ল্যান্ড লিজিং বিল,২০২১” চালু করার প্রক্রিয়া শুরু করেছে।জমির মালিকের জমির অধিকার সুরক্ষিত করার পাশাপাশি এই বিলটি কৃষকদের লিজে চাষাবাদে স্বীকৃতি প্রদান করবে। তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ,বীমা,বিপর্যয়ে ত্রাণ এবং সরকারি বিভিন্ন পরিষেবা ও সহযোগিতা নিতে পারবেন। ১ লক্ষ ২৫ হাজার বর্গাদার এর ফলে উপকৃত হবেন এবং সহজেই ঋণের সুবিধা নিতে পারবেন বলে জানানোর পাশাপাশি পর্যটন ক্ষেত্রে স্বদেশ দর্শন প্রকল্পে ৭টি স্থানে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা তৈরি করা হচ্ছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে ৩৭ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।চা-পর্যটন প্রসারের পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে চা-বাগান এলাকায় রিসর্ট নির্মানের জন্য জায়গা অ্যালটমেন্ট প্রদান করার মত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গ্রহণ করেছে রাজ্য সরকার বলে জানান তিনি। তাছাড়া এদিন তিনি আরও বলেন “মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনায়” চলতি অর্থবছরে সরকারি কলেজের ফাইনাল ইয়ারের ১৫ হাজার ছাত্র-ছাত্রীকে এই সুবিধা প্রদান করা হবে। এই কারণে অর্থবছরের বাজেটে ৭.৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এবং রাজ্য সরকার ১৯০৫ নম্বরটিকে “চিফ মিনিস্টার হেল্পলাইন নম্বর” হিসেবে চালু করতে সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে নাগরিকদের অভাব-অভিযোগ সহজেই নিষ্পত্তি করা সম্ভব হবে।’পাইলট বেসিসে’ এই পরিষেবা ধলাই জেলায় চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version