জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-ত্রিপুরা রাজ্য সিপিআইএম এর উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো 75 তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর এবং দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক গৌতম দাশ। এদিন গৌতম দাশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা ছিল স্মরণীয় যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৪০ দশকের নৌ বিদ্রোহ তাছাড়া তিনি আরো বলেন ভারতবর্ষকে দ্বিখন্ড স্বাধীনতা প্রদানের মুখ্য বিরোধী ছিল কমিউনিস্টরা। কেননা কমিউনিস্ট চেয়েছিল অখন্ড ভারতবর্ষ কিন্তু তৎকালীন সময়ে জাতীয় কংগ্রেস এবং আর এস এস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাদের দেশ স্বাধীনে কোনো ভূমিকা ছিল না তাদের সহযোগিতায় অখন্ড ভারতবর্ষ দ্বিখন্ডিত হয় এবং আজকের এই দিনে স্বাধীনতা দেওয়া হয়। পাশাপাশি তিনি আরো জানান ব্রিটিশ শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ভারতবর্ষের কাঁচামাল লুন্ঠনের উদ্দেশ্যে ইংরেজরা ভারতবর্ষে স্থাপিত করেছিল এবং অনেক মানুষ এই পরাধীনতার বেড়াজাল থেকে দেশকে মুক্ত করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাছাড়া বিভিন্ন ধর্ম বর্ণ জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ দেশ স্বাধীনে নিজেদের অবদান রেখেছেন বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বামফ্রন্ট আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্বরা।