জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের পালিত হলো 75 তম স্বাধীনতা দিবস এদিন প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয় এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে শাসনকার্য চলছে দেশে তা দেশে এক অস্থিরতার পরিস্থিতি তৈরী করে রেখেছে জাতিতে জাতিতে বিভাজন সৃষ্টি হয়েছে এবং দেশকে এই অস্থিরতার বেড়াজাল থেকে মুক্তি দিতে স্বাধীনতা সংগ্রামে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে আনা জরুরি বলে মন্তব্য করলেন। তাছাড়া এদিন তিনি 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন। এদিনের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।