জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার পাথালিয়াঘাটে রাবার মিশন এর শুভ উদ্বোধন হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান রাজ্য সরকার রাবার মিশনের মাধ্যমে ৬০০ কোটি টাকার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমান সরকার ২০০ স্মোক হাউস তৈরি করেছে যার ফলে রাবার শিট এর গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং রাবার শিটের দামও বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী ২০২২ এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন যাতে রাবার চাষীরাও উপকৃত হবেন। শান্তি হচ্ছে উন্নয়নের মূল শর্ত। ৮০ এর দশক থেকে রাজ্যে সন্ত্রাসবাদ শুরু হয় যার ফলে ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের সাধারণ জনগণ। ব্যাপকভাবে ব্যাহত হয় রাজ্যের উন্নয়ন। বর্তমানে রাজ্যের শান্তির বাতাবরণ বিরাজ করছে যার ফলে উন্নয়ন সম্ভব হচ্ছে। তাছাড়া তিনি আরো বলেন আমরা সরকারি কর্মচারীদের বেতন কাটিনি, আর এটা সম্ভব হয়েছে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকার ফলে। রাজ্যে ৯৩% টিকাকরণ সম্পন্ন হয়ে গেছে। কোভিড পজিটিভিটি রেট ২২% থেকে ২% তে নেমে এসেছে। রাজ্যের বাঁশ কোড়ল থেকে উৎপাদিত বিস্কুট প্রধানমন্ত্রীর কাছে আমি নিজে নিয়ে গিয়েছি। তিনি উপদেশ দেন এই বাঁশ কোড়ল থেকে আচার তৈরি করতে। আজকে ত্রিপুরার রিসা জাতীয় এবং আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। বড়মুড়া পাহাড় এর নাম বদল করে রাখা হয়েছে হাতাই কতর। আর মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম এর নামে নামাঙ্কিত হয়েছে। বর্তমান সরকার কোন দলের সরকার নয় এটা জনগণের সরকার।