জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জানা যায় গ্রেফতারকৃত ৪ জন আগরতলা বিমানবন্দরে নিরাপত্তা চেকিং পয়েন্টে আধার কার্ডের ভুয়ো নথি দেখিয়েছিলেন এবং সন্দেহভাজন হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর পিএসকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং চারজন বাংলাদেশী নাগরিককে বিমানবন্দরে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ইন্দো -বাংলা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে এবং তারা এয়ার ইন্ডিয়া দিয়ে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশ মিথ্যা নথি জব্দ করেছে আধার কার্ডে গ্রেপ্তারকৃত চারজনের নাম ইউসুফ শেখ রেজাবুল শেখ, দুলাল শেখ, পুলিশ চারজন বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে।