জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস এর দলীয় নেতৃত্ব রাজ্যে বার বারই, আসবেন রাজ্যের তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মাধ্যমে রাজ্যে মা মাটি ও মানষ এর সরকার প্রতিষ্ঠিত করবেন বলে জানান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার পশ্চিমবঙ্গ থেকে আগরতলা বিমান বন্দরে অবতরণ করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এইদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাদের কে বরণ করে নেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিমানবন্দরে অবতরণ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান রাজ্যে জনগণ বাম আমলেও দেখেছেন এখন রাম আমল ও দেখছেন কিন্তু তাতে রাজ্যের জনগণের জন্য উন্নয়নমুখী সরকার নয় তাই ত্রিপুরা রাজ্যে 2023 এ বিধানসভা নির্বাচনে মা মাটি মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করবেন বলে সংবাদমাধ্যমকে জানান তার সাথে সাথে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান রাজ্যের শাসক দল বিরোধী দলের নেতাকর্মীদেরকে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কোন রাজনৈতিক দলকে আটকানো যায় না বর্তমান রাজ্যের শাসক দল যে ধরনের কাজ করছেন তাতে করে বুঝা যায় তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে গেছেন রাজ্যের শাসক দল বিজেপি ও আই পি এফ টি সরকার। শুক্রবারে রাজ্যে এসে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরুপা পোদ্মার তাকে বিমান বন্দরে বরন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ দাস এদিন তৃণমূল কংগ্রেস এর সাংসদ অপরুপা পদ্দার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি ভারতবর্ষের নাগরিক যে কোন রাজ্যে তিনি যেতে পারেন এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে নিজেকে গর্বিত বোধ করেন। ত্রিপুরা রাজ্য সরকার যেভাবে রাজ্য শাসন করেছেন সেখানে গণতন্ত্ নেই বললেই চলে তাই এরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাই সাংগঠনিক বিষয় নিয়ে অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সংবাদমাধ্যমের কাছে আরো বিশদভাবে জানাবেন বলে জানান সাংসদ অপরুপা পোদ্দার।