জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্কুল অফ সায়েন্স বৃহস্পতিবার আইআইটি এবং আইজার পরীক্ষায় ২০২০ সালে কৃতকারীদের সম্মানিত করেছে। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্তদের মধ্যে রয়েছেন মিস বৈসালি দাস, তিনি আইআইটি কানপুরে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছেন, গৌরব মালাকার আইআইটি খড়্গপুরে কম্পিউটার বিজ্ঞানে ভর্তি হয়েছেন, সিদ্ধান্ত দুনা গুপ্তা এবং সৌরোমিতা রিয়াং এরা গুয়াহাটিতে ভর্তি হয়েছেন। এই প্রতিষ্ঠান থেকে আরও দুই শিক্ষার্থী 2020 আইজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মিস রিয়া পাল নিজেকে আইজার কলকাতায় ভর্তি হয়েছেন এবং জোয়েল দেববর্মা আইজার ভোপালে ভর্তি হয়েছেন।