জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ রায়ের বদলির প্রতিবাদে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় অবরোধে বসে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ অব্দি তারা রাস্তা অবরোধ করে রাখবে বলে জানান ছাত্র-ছাত্রীরা। রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ রায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে খুবই প্রিয় স্যার এবং তিনি ছাত্র-ছাত্রীদেরকে যেভাবে ক্লাস করাতেন তাকে ছাত্রছাত্রীরা অতি সহজেই পড়া শিখে ফেলতেন কিন্তু এই শিক্ষকদের বদলির কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গণিত ইংরেজি এবং অন্যান্য বিষয়ে বিদ্যালয় থেকে পড়াশোনা করতে অসুবিধা হবে তাই ছাত্রছাত্রীরা চাইছে বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ রায় কে যেন বিদ্যালয় থেকে বদলি না করা হয়। না হলে তাদের এই পথ অবরোধ জারী থাকবে জানান।