জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশব্যাপী কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদদের ইতিহাস আবার জনসম্মুখে তুলে ধরবেন তার মধ্য দিয়ে দেশ ও রাজ্যের কংগ্রেস দলকে চাঙ্গা করার জন্য বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস দল। মঙ্গলবার কংগ্রেস ভবনের প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন গান্ধীজীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে পর্যন্ত লড়াই-সংগ্রাম করে স্বাধীন ভারত বর্ষ গড়ে ছিলেন। মহাত্মা গান্ধীর সেই জাতীয় কংগ্রেস দেশ ও রাজ্যে সম মর্যাদা ও দেশকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হলে মহাত্মা গান্ধী থেকে শুরু করে স্বাধীনতার বীর শহীদদের ইতিহাস জনসমক্ষে তুলে ধরা দরকার বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি আরো বলেন বর্তমান রাজ্যে বিজেপি সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জায়গার কংগ্রেস অফিসগুলো শাসক দলের কর্মী সমর্থক রা দখল করে নিয়েছে। বিশালগড় গান্ধী মূর্তির দখল করাকে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস শাসক দলের কর্মী-সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছেন। এসব বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে জানানোর পরও রাজ্য সরকার সেই বিষয়ে কোন উদ্যোগ নেন নি। তাই স্বাধীনতার 75 বছর উপলক্ষে জাতীয় কংগ্রেস বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কংগ্রেস দল কে উজ্জীবিত করার লক্ষ্যে এবং দেশের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ভারতবর্ষের মানুষ কংগ্রেস দল কে চাইছেবলে জানান। তাই কংগ্রেস দল স্বাধীনতার ইতিহাস পুঞ্জিভূত করে আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারি কিনা সেটাই এখন দেখার বিষয়। তাছাড়া এদিন তিনি তৃণমূলের সঙ্গে রাজ্য কংগ্রেসের জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন তৃণমূল তো সদ্য জন্ম নেওয়া একটি শিশু মাত্র প্রথমে দেখতে হবে শিশুটি সুস্থ নাকি বিকলাঙ্গ। সুস্থ হলেই তো কথা বলা যাবে কেননা কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সাথে আলোচনায় ব্যাস্ত রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তাছাড়া পরীক্ষা নিরীক্ষা চলছে এখনই সিদ্ধান্ত নেওয়া মুশকিল বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।