জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার তৃনমূল কংগ্রেসের (টিএমসি) রাজ্য সম্পাদক কুনাল ঘোষ মানবাধিকার কমিশনকে ‘বিজেপির অধিকার কমিশন’ বলে অভিহিত করেছেন, সোমবার আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “ত্রিপুরায় তৃণমূলের হামলার বিষয়ে মানবাধিকার কমিশন নীরব কেন?” তিনি বলেন, মানবাধিকার কমিশন বাংলায় ভোট পরবর্তী সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল “কমিশনের প্রতিনিধিরা রাজ্য সরকারের দিকে আঙুল তুলে একটি শক্তিশালী প্রতিবেদন জমা দিয়েছে”। এদিন কুনাল ঘোষ সেই ইস্যুটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, “কেন মানবাধিকার কমিশন ত্রিপুরার ঘটনায় একটি শব্দও ব্যয় করেনি? পুলিশ কেন হামলাকারীদের গ্রেফতার করেনি? ”অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তৃণমূলের রাজ্য সচিব বলেন,” মানবাধিকার কমিশন হয়ে উঠেছে বিজেপির অধিকার কমিশন, বিজেপির একটি শাখা। ত্রিপুরার এই ঘটনার পর মানবাধিকার কমিশন কোথায় গেল? “কুণাল আরও অভিযোগ করেন,” মানুষ ত্রিপুরার তৃণমূল চায়। তাই বিজেপি ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূলকে এভাবে সন্ত্রাসের মাধ্যমে থামানো সম্ভব নয়। ”তিনি ত্রিপুরা সরকারকে চ্যালেঞ্জ জানান।