Site icon janatar kalam

৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীর আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হওয়া ৭৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এদিনের বৈঠকটি মূলত মাঠের মিডিয়া ম্যানেজমেন্টকে কেন্দ্র করে। এদিন দপ্তরের এক আধিকারিক এদিনের বৈঠক নিয়ে বলতে গিয়ে জানান স্বাধীনতা দিবস অনুষ্ঠান সুস্থ ভাবে যেন সম্পন্ন হয় সেদিকে গুরুত্ব দিয়ে এই বৈঠক করা হয় তাছাড়া মিডিয়া বন্ধুদের অনুষ্ঠানের ছবি তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় কি কি বিধিনিষেধ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হয় এবং করোনা বিধি মেনে যেন সকলে ৭৫তম স্বাধীনতা দিবস পালনে যেন এগিয়ে আসে তার আহবান রাখেন। তাছাড়া তিনি এদিন আরো বলেন কেন্দ্রীয় সরকারের আদেশানুসারে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে প্রায় ২কোটি মানুষ জাতীয় সংগীতে অংশগ্রহণ করতে পারবেন এবং এর জন্য নির্দিষ্ট একটি সময়সীমা ধার্য করা হবে ও আমাদের রাজ্যসহ এই কর্মসূচির অঙ্গ হিসাবে গোটা দেশের মানুষ ওই নির্দিষ্ট সময়ে জাতীয় সংগীত গেয়ে নিজের মোবাইলের মাধ্যমে পোস্ট করবে। এই কর্মসূচিতে রাজ্য ও দেশের আপামর জনগণ দেশের স্বার্থে স্বেচ্ছায় অংশগ্রহণ করবেন বলে আশা ব্যাক্ত করেন।

Exit mobile version